কাউনিয়ায় জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মী সমাবেশ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কাউনিয়া উপজেলা শাখা ওলামা বিভাগের সভাপতি মাও: এসাহাক আলী, আলোচনা পেশ করেন এ্যাড: ফজলুর রহমান, কাউনিয়া উপজেলা কার্যকরী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী,মোঃ হোসেন আলী, জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মাও: আব্দুস সালাম সরকার, উপজেলা আমীর, কাউনিয়া উপজেলা, মোঃ রায়হান সিরাজী, জেলা সহকারী সেক্রেটারী জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী। সঞ্চালনায় ছিলেন ডাঃ আশরাফুল ইসলাম সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী, টেপামধুপুর ইউনিয়ন শাখা।