নারায়ণগঞ্জে উৎসব মিছিলে নিহত কাউনিয়ার বদিউজ্জামান বদির দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার নারায়ণগঞ্জে গত সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিজয় উৎসবে দূর্বৃত্তের হামলায় নিহত বদিউজ্জামান বদির দাফন সম্পন্ন হয়েছে। সে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া মাঝাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবার সূত্রে জানাগেছে, নিহত বদিউজ্জামান বদি জীবিকার তাগিদে ঢাকার নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করেন। সে সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিলে অংশ নেয়। ওই মিছিলেই দূবৃর্ত্তকারীদের হামলায় সে নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে ঢাকায় থাকা স্বীয় ছোটভাই ও পরিচিত আত্মীয়-স্বজনের সহায়তায় গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে আসে। পরে মঙ্গলবার দুপুরে স্থানীয় ভুতছাড়া মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করে। দরিদ্র পরিবারে জন্ম নেয়া নিহত বদিউজ্জামান বদি এক কন্যা সন্তানের জনক। তার মর্মান্তিক এই অকাল মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত