কাউনিয়ায় সড়কে ট্রাফিক পুলিশের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় ছাত্র-জনতা, পুলিশ সদস্যসহ বহু মানুষ নিহত হয়েছেন। ছাত্র আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদসহ অনেক প্রাণহানি ঘটে, এর ফলে জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। ফলে রাস্তার শৃংখলা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পুলিশ মহাপরিদর্শক পুলিশ বাহিনীর সদস্যদের কাজে যোগদানের নিদিষ্ট সময়সীমা বেধে দেয়ার পর কাউনিয়া বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ অফিসের কার্যক্রম সোমবার সকাল থেকে শুরু হয়েছে। সরেজমিনে কাউনিয়া ট্রাফিক পুলিশ অফিসে গিয়ে দেখা গেছে পুলিশ মহাপরিদর্শকের কাজে যোগ দেয়ার নির্দেশনার পর সারা দেশে ন্যায় কাউনিয়া ট্রাফিক পুলিশ রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শৃংখলা ফেরাতে কাজ করেছে। এসময় সড়কে ছিলেন জেলা ট্রাফিক বিভাগে টি আই (এ্যাডমিন) মোঃ নাজমুল হক মন্ডল, কাউনিয়া ট্রাফিক পুলিশের টি আই জয়নাল আবেদীন, সহকারী সার্জন মোস্তাফিজুর রহমান সহ ১৫ সদস্য। এসময় বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও স্কাউট শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ কে রাস্তার শৃংখলা ফেরাতে সহযোগিতা করতে দেখা গেছে। ট্রাফিক পুলিশ সড়কে ফিরে আসায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ সহ তাদের অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত