কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সাংবাদিক সন্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ

কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টের  ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সোমবার দুপুরে সাব্দী দারুসছুন্নাহ আলিম মাদ্রাসা হল রুমে  সাংবাদিক সন্মেলন করেছে এলাকার বাসীর পক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব  এ্যাডভোকেট  মোজাহারুল আলম বাবলু। তিনি লিখিত বক্তব্যে বলেন আরিফা ফুড প্রোডাক্টাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান আওয়ামী লীগের ক্ষমতার দাফট দেখিয়ে সাব্দী এলাকার মানুষের জমি দখল,নিরীহ মানুষের নামে হয়রানিমূলক মামলা,হামলা সহ নানা ভাবে হয়রানি চালিয়ে আসছে। এছাড়াও তার আরিফা ফুড প্রোডাক্ট সরকারী ট্যাক্স ফাঁকি ও কোম্পানিতে ভেজাল শিশু  খাদ্য উৎপাদন ও বাজারজাত করে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করছে। তিনি ইতিমধ্যে ১০ টি পরিবারের অর্ধশতাধিক ব্যাক্তির নামে হয়রানি মূলক মামলা করে সর্বশান্ত করেছে। এছাড়াও কোম্পানির শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। কেউ এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে চাকুরী হারানো সহ মানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে। 

তিনি ইতি পূর্বে সাব্দী আলিম মাদ্রাসা সহ  ৪ ব্যক্তির জমি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিক সন্মেলনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত দাবী করে শাস্তির দাবী জানান।

সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন আহবায়ক জামিনুর রহমান,যুগ্ম আহবায়ক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন,যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম সোহাগ, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম,সাব্দী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ,  ইউপি সদস্য রোস্তম আলী সহ রাজনৈতিক নেতা কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত