৮বছর পার হলেও এখন পযন্ত হচ্ছে না কিশোরগঞ্জ অষ্টগ্রামের ২নং কাস্তুল ইউনিয়ন ভবন কমপ্লেক্সে

নিজস্ব প্রতিবেদকঃ

৮বছর পার হলেও এখন পযন্ত হচ্ছে না কিশোরগঞ্জ অষ্টগ্রামের ২নং কাস্তুল ইউনিয়ন ভবন কমপ্লেক্সেএর নির্মাণ কাজ।গত ২০০৯/২০১৬ সালে নিজ খরচে র্বিশিষ্ট শিল্পপতি সেলিম আহমেদ।  দলিল সহ সরকারের নামে খারিজ করে দেন তিন। তারপরও হচ্ছে না এই ২নং কাস্তুল ইউনিয়ন পরিষদের ভবন কমপ্লেক্সে এর নির্মান কার্যক্রম। থায় নিয়ের বিপাকে পরছে । ভাতশালা শেখেরহাটি ব্রহ্মপুরা সহ বাহাদুরপুর  কাস্তুল ইউনিয়নের  বাসিন্দারা। জায়গার পরিমান ৫০শতাংশ।এবং এই জায়গা খালি থাকা সত্ত্বেও। দিন দিন সরকারী  জায়গায়র মাটি কয় হচ্ছে বলে জানিয়েছেন  এলাকার স্থায়ী বাসিন্দারা। বলছে আমাদের এই ভবণ কমপ্লেক্সে কবে যে হবে।তা নিয়ে এই সংজ্ঞা রয়েছে কাস্তুল  ইউনিয়নের বাসিন্দারা। এ বিষয় নিয়ে কথা বলতে চাইলে বর্তমান ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টি। তিনি কিছুই বলতে পারে না। এমন কি ইউপি সদস্যরা মুখ খুলছেন না চেয়ারম্যানের কাজের বয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত