কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।
রংপুরের কাউনিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর মৌজায় মা সুফিয়া সিএনজি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চালক হারুন অর রশিদ অটোরিকশাটি রাস্তার পাশে রেখে চা খাচ্ছিলেন। এ সময় ওই রিকশাটি চুরির চেষ্টা করলে লোকজন তাকে ধরে ফেলেন।
ধৃত ব্যক্তির নাম মোঃ লিটন মিয়া (৩৫)। তিনি বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির চেষ্টা করার বিষয়টি স্বীকার করেছেন।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানায় আনা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী লিটন মিয়ার ভাই রফিক মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। কাউনিয়া থানায় এজাহার নং-০৬, তারিখ-১০/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৭৯/৫১১ পেনাল কোডে মামলা রুজু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এভাবেই এগিয়ে যান ভাই
উত্তরমুছুন