কাউনিয়ায় বাজাজ শোরুমের উদ্যোগে ব্যতিক্রমী রোড শো উদযাপিত হয়েছে
নিজস্ব প্রতিবেদঃ
রংপুরের কাউনিয়া উপজেলার শফিবাজাজ শোরুমের উদ্যোগে ও উত্তরা মোটরস লিমিটেড রংপুরের সহযোগিতায় একটি রোড শোর আয়োজন করা হয়। কাউনিয়া বাস স্টানে অবস্থিত শফিবাজাজ শোরুম থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং সড়ক প্রদক্ষিণ করে রোড শোটি শেষ করে। এ সময় প্রায় ৫০ থেকে ৭০ টি বাজাজ মোটরসাইকেল অংশগ্রহণে রোড শোটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা মোটরস লিমিটেড রংপুরের সিনিয়ার সেলস্ এক্সিকিউটিভ খালেক মিয়া,সফি বাজাজের স্বত্বাধিকারী মোঃ শফিকুল আলম শফি, ম্যানেজার মো: শফিকুল ইসলাম স্বপন সহ আরো অনেকে।
রোডশো শেষে কাউনিয়া সফি বাজাজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম শফি বলেন সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়াতেও শফিবাজাজ এ বাজাজ মোটরসাইকেলের সকল ধরনের স্পেয়ার পার্টস কোম্পানি নির্ধারিত মূল্যে পাওয়া যায় । এছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোম্পানির নির্ধারিত ধামাকা অফার অব্যাহত থাকবে। সহজ কিস্তিতে ও নগদ মূল্যে যেকোনো সময় সহজলভ্য দামে সকল ধরনের বাজাজ মোটরসাইকেল বিক্রয় করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার