বদলগাছীর মথুরাপুর থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উজ্জল কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

আবু হেনা

বদলগাঁছী(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীর মথুরাপুর থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উজ্জল কে গ্রফতার করেছে র‌্যাব-৫।র‌্যাব প্রতিষ্ঠাকাল থেকই দেশর সার্বিক আইন-শখলা পরিস্থি  নিয়ন্ত্রণ  রাখার লক্ষ্য সব ধরনর অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছ।এরই ধারাবাহিকতায়, গয়েদা তথ্যের ভিত্তিত, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর কটি চৌকস অপারেশন দল ১৫ মে ২০২৪ ইং তারিখে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মথুরাপুর এলাকা হতে ১৬ বোতল নিষন্ধ ফন্সিডিল সহ, মাদক ব্যবসায়ী মোঃ উজ্জল মন্ডল (৩৮) পিতা-মোঃ ইসমাইল হাসান, সাং-মথুরাপুর খাঁপাড়া, থানা-বদলগাছি, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামী উজ্জল একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রিয়  করতো। আমন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবক্ষণ শুরু করে। অদ্য ১৫/০৫/২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীক মাদক ক্রয়-বিক্রয়ের সময়  জেলার বদলগাছী থানাধীন মথুরাপুর এলাকা থেকে  র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে।  

পরবর্তীতে নিরপক্ষ সাক্ষীদর উপস্থিত উক্ত আসামীক তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ  মাদকদ্রব্য ১৬ বোতল ফন্সিডিলে উদ্ধার করা হয়।মাদকসবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পর গায়েদা কার্যক্রম অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তানন্ত করা হয়ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত