বদলগাছীর মথুরাপুর থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উজ্জল কে গ্রেফতার করেছে র্যাব-৫।
আবু হেনা
বদলগাঁছী(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীর মথুরাপুর থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উজ্জল কে গ্রফতার করেছে র্যাব-৫।র্যাব প্রতিষ্ঠাকাল থেকই দেশর সার্বিক আইন-শখলা পরিস্থি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্য সব ধরনর অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছ।এরই ধারাবাহিকতায়, গয়েদা তথ্যের ভিত্তিত, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর কটি চৌকস অপারেশন দল ১৫ মে ২০২৪ ইং তারিখে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মথুরাপুর এলাকা হতে ১৬ বোতল নিষন্ধ ফন্সিডিল সহ, মাদক ব্যবসায়ী মোঃ উজ্জল মন্ডল (৩৮) পিতা-মোঃ ইসমাইল হাসান, সাং-মথুরাপুর খাঁপাড়া, থানা-বদলগাছি, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী উজ্জল একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রিয় করতো। আমন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবক্ষণ শুরু করে। অদ্য ১৫/০৫/২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীক মাদক ক্রয়-বিক্রয়ের সময় জেলার বদলগাছী থানাধীন মথুরাপুর এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে।
পরবর্তীতে নিরপক্ষ সাক্ষীদর উপস্থিত উক্ত আসামীক তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৬ বোতল ফন্সিডিলে উদ্ধার করা হয়।মাদকসবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পর গায়েদা কার্যক্রম অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তানন্ত করা হয়ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার