কাউনিয়ায় মোবারক আলী হত্যাকাণ্ড : মৃতদেহ উদ্ধার, মামলা রুজু ও আসামী গ্রেফতার
রংপুরের কাউনিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর মোবারক আলী (৩৫) নামের এক কৃষকের মৃতদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে এবং এজাহারনামীয় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোবারক আলী (৩৫), পিতা মৃত ইব্রাহীম, সাং-বিশ্বনাথ, থানা-কাউনিয়া, জেলা-রংপুর। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে কাউনিয়ার শাহিন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান। বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাতে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
পরদিন ২৬ সেপ্টেম্বর ভোরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি মোবারক আলীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মমিনুল ইসলাম কাউনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন (জিডি নং-১২৪০, তারিখ-২৬/০৯/২০২৫)।
পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহজনক স্থানে মাটি খুঁড়ে মোবারক আলীর লুঙ্গি দেখতে পান স্বজনরা। পরে চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ১নং আসামী কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মোবারক আলীর মৃতদেহ উদ্ধার করে।
সুরতহাল রিপোর্টে দেখা যায়, মোবারক আলীর মাথা ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মুখমণ্ডল, গলা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমও পরিলক্ষিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আসামীরা মাটিচাপা দেয়।
এ ঘটনায় নিহতের মা মমেনা খাতুন বাদী হয়ে ৭ জন নামীয় ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন (কাউনিয়া থানার মামলা নং-১৭, তারিখ-২৭/০৯/২০২৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মকছেদ আলী অভিযান চালিয়ে এজাহারনামীয় ২নং আসামী মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা কোমল বৈরাগী ওরফে ফকিরকে গ্রেফতার করেছেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার