কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন, প্রধান আসামী গ্রেফতার
রংপুরের কাউনিয়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোঃ হুমায়ুন কবির নামে এক যুবক খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামী মোঃ মহির উদ্দিন রাজা (৪৭) কে র্যাব-৩ এর সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কাউনিয়া থানার মামলা নং-১২/৭৫, তারিখ ৩১ জুলাই ২০২৫ খ্রিঃ, ধারা- ৩৪১/৩২৩/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড অনুযায়ী এ মামলা রুজু হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মকছেদ আলী জানান, গ্রেফতারকৃত আসামী মহির উদ্দিন রাজা বাদীনির নিকট আত্মীয়। প্রায় দুই বছর আগে তার বোন ফেরদৌসি বেগম বাদীনির কাছে জমি বন্ধক দেওয়ার জন্য টাকা নিলেও পরবর্তীতে তা গোপনে অন্যত্র বন্ধক রাখে।
২০২৫ সালের ২১ জুলাই সকালে বাদীনি জমিতে গেলে আসামী মহির উদ্দিন রাজা ও রাজু মিয়া তাকে সেখানে প্রবেশে বাধা দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর জের ধরে ২৩ জুলাই সকালে বাদীনির ছোট ছেলে হুমায়ুন কবিরকে বিনোদমাঝি এলাকার শফিকুল ইসলামের বাড়ির সামনে আটকিয়ে আসামী মহির উদ্দিন রাজা ধারালো ছোরা দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে গুরুতর আহত হুমায়ুনকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকায় স্থানান্তর করা হলে ৩০ জুলাই সকাল ৮টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর থেকেই মহির উদ্দিন রাজা পলাতক ছিলেন। গত ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে র্যাব-৩ ঢাকার মালিবাগ পাবনা কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে সবুজবাগ থানায় হস্তান্তর করে। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর রাতে তদন্ত কর্মকর্তা মোঃ মকছেদ আলী আসামীকে কাউনিয়া থানা পুলিশের জিম্মায় নেন।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার