কাউনিয়ায় যুবলীগ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর জেলার কাউনিয়া উপজেলায় এডভান্স ডিটেনশন প্রাপ্ত উপজেলা যুবলীগের সদস্য মোঃ ফিরোজ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কাউনিয়া থানাধীন মহেষা মৌজাস্থ মীরবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় কাউনিয়া থানার এসআই (নিরস্ত্র) ডন কংকন বর্মন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। জেলা ম্যাজিস্ট্রেট রংপুর তারিখ-৩১/০৮/২০২৫ এর প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ফিরোজ মিয়া উপজেলার শ্যামপুর এলাকার মোঃ আক্কাস মেম্বারের ছেলে এবং স্থানীয় যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন, প্রধান আসামী গ্রেফতার