কাউনিয়ায় মাদ্রাসার ছাত্রী চার বছর বয়স দোলা মণি হত্যার ফাঁসির দাবি জানান,আসামীর স্ত্রী।

নিজস্ব প্রতিবেদকঃ আসলাম খান

রংপুরের কাউনিয়ায় মাদ্রাসার ছাত্রী চার বছর বয়সের দোলা মনি হত্যার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে হত্যাকারীর ফাসি চেয়ে মানববন্ধন করেন

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।মঙ্গলবার সকাল এগারোটার সময় কাউনিয়া উপজেলার পুরুষ মহিলাসহ সর্ব স্তরের মানুষরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন,মানববন্ধন শুরু হয় ভুক্তভোগীর বাড়ী হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ৩নং কুর্শা ইউনিয়ানের বিজলের ঘুন্টি বাসস্টানে এসে শান্তিপূর্ণ ভাবে রাস্তার পাশে দাড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেন।এসময় দোলা মনির মা জানান,আমার মেয়েকে নির্মম ভাবে হত্যা করেছেন যারা তাদের ফাঁসি চাই ফাঁসি দিতে হবেই। উপজেলার ৩নং কুর্শা ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক ফজলু মিয়া জানান, আসামীদের দৃষ্টান্তমূল শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি। ৩ নং কুর্শা ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন,আমি চেয়ারম্যান হয়েও বাধ্য হয়েছি এ মানববন্ধনে দারাতে,পূর্বেও হত্যা মামলার ১ নং আসামি নুরুল ইসলাম সিরিয়াল কিলার ছিলেন। ১নং আসামির স্ত্রী সর্বচ্ছ সাজা ও ফাসির দাবি জানান।শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্লো গান দেন ফাসি চাই ফাসি চাই বলে মানববন্ধন টি সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত