কাউনিয়ায় ১৭ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদকঃ আসলাম খান

কাউনিয়ায় ১৭ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার সন্ধায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার বেইলী ব্রীজের নিকটে ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশি চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। এসময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ঘুঘুর হাট গ্রামের আমজাদ হোসেনের পুত্র হাবিল (২৪) কাবিল (২৪) একই এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার পুত্র মোস্তফা কামাল (১৯) ও ময়েজ উদ্দিনের পুত্র মেহের চিশতি (২৮) কে গাঁজা সহ আটক করা হয়। যার মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে ২টি এন্ড্রোয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে র‌্যাব-১৩ গাঁজা সহ আসামিদের রাতেই থানায় সোপর্দ করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১)সারণি ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত