কাউনিয়ায় জমি বিরোধের জেরে দোকান ভাঙচুর ও মারপিট, আহত ১

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন এবং একটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।শনিবার (১লা মার্চ ) উপজেলার ৪নং শহীদবাগ ইউনিয়নের সাব্দী ভূতছাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মোঃ রাজু আহমেদের সঙ্গে প্রতিপক্ষ শাজাহান মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।এদিন, লালমনিরহাট সদর থানায় কর্মরত পুলিশ সদস্য মোঃ রফিকুল ইসলামের নির্দেশে, কাউকে না জানিয়ে এককভাবে আমিন দিয়ে জমি পরিমাপ করে সীমান্ত চিহ্নিত করার জন্য পিলার স্থাপন করা হয়। বিষয়টি জানতে পেরে রাজু আহমেদ বাধা দিতে গেলে পূর্বপরিকল্পিতভাবে পুলিশ সদস্যের ভাই শাজাহান মিয়া,দুলাল মিয়া ও মিন্টু মিয়া তাদের সহযোগীদের নিয়ে লাঠিসোটা, দা-ছোরা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।


হামলাকারীরা প্রতিপক্ষ আজম মিয়ার দোকান ঘর ভাঙচুর ও লুটপাট করে। এছাড়া, তারা রাজু আহমেদ কে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। রাজু আহমেদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিক্যাল অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, আহত ব্যক্তি মাল্টিপল ইনজুরি নিয়ে হাসপাতালে আসেন। তার ডান হাত, পিঠ, কপালে গুরুতর জখম রয়েছে এবং মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় শাহিনুর রহমান বাদী হয়ে মোঃ রফিকুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ জানান, অভিযোগ পেয়েছি দ্রুত তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত