ফোঁটা ফোঁটা রক্তে ফোটাই ভালোবাসার রক্ত গোলাপ।
নিজস্ব প্রতিবেদকঃ আসলাম খান
ফোঁটা ফোঁটা রক্তে ফোটাই ভালোবাসার রক্ত গোলাপ।এই স্লোগানকে সামনে রেখে রংপুরে রক্তদান ও সামাজিক কাজে স্বমহিমায় উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন (RBDVO).সমগ্ৰ রংপুর বিভাগের অসহায় মুমূর্ষু রোগীদের চিকিৎসার কেন্দ্রস্থল রংপুর মেডিকেল ও বিভিন্ন নামীদামী ক্লিনিক গুলোতে রোগীদের ভীর লেগেই থাকে,আর তাদের বিভিন্ন জটিল অপারেশনে রক্তের প্রয়োজনে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদাতা ম্যানেজ করে দিতে সহযোগিতা করে থাকে এই মানবিক সংগঠন। মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে বাবুটারী, বুড়ির হাট, রংপুরে মেলা স্থলে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে, এবং রক্তদানের বিভিন্ন উপকারীতা তুলে ধরে মানুষকে রক্তদানে উৎসাহিত করেন। তাদের এই কার্যক্রমকে এলাকার মানুষেরা সাধুবাদ জানায়। সংগঠনের প্রধান সমন্বয়ক আশরাফুজ্জামান বুলেট বলেন, রংপুরের যে কোন স্থান থেকে আমন্ত্রণ জানালে সেখানেও তাদের এই কার্যক্রম পরিচালনা করা হবে। উল্লেখ্য মানবিক কাজে উৎসাহিত করার জন্য জানুয়ারি/২৫ইং মাসে, সংগঠনে মানবিক কাজে বিশেষ অবদান রাখায়,সেরা ডোনার ম্যানেজকারী ২জন ফারহান আজীম ও আরিফুল ইসলাম আরিফ,সেরা একটিভিটি নাহিদ হাসানকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান রংপুরী, সভাপতি মোস্তাকিন প্রধান , সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক শাহিন আলম,নারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক লাকি আক্তার, রাকিবুল ইসলাম সহ আরো অনেকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার