কাউনিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নবগঠিত সম্পাদক শফিকুল আলম শফি।

নিজস্ব প্রতিবেদকঃ আসলাম খান

দীর্ঘদিন প্রায় দেড় যুগ পর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর জেলার কাউনিয়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন।

বুধবার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল ইসলাম বাবলু এবং কাউনিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান (লাকু), বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক আমজাদ হোসেন। সম্মেলন শেষে এমদাদুল হক ভরসাকে সভাপতি,মোঃ মাহফুজার রহমানকে সিনিয়র সহ সভাপতি,মোঃ শফিকুল আলম শফিকে সাধারণ সম্পাদক, মোঃ জামিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কমিটি গঠন করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত