কাউনিয়ায় মর্যাদা প্রকল্পের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন।

নিজস্ব প্রতিবেদকঃ

আমাদের অধিকার.আমাদের ভবিষ্যৎ এখনই এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় মঙ্গলবার সকালে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

জাগরণী চক্র ফাউন্ডেশনের মর্যাদা প্রকল্পের  আয়োজনে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা বালাপাড়া  ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন এস আই আনোয়ারুল ইসলাম ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ , ইউপি সচিব আবু সাইয়েম, ইউনিট ম্যানেজার অনিতা রানী, ফিল্ড ফ্যাসিলিটেটর শিরিনা বেগম প্রমূখ। 

আলোচনা সভার পূর্বে একটি র‍্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এ দিবসটি উক্ত প্রকল্পের আওতায় টেপামধুপুর ও কুর্শা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত