কাউনিয়ায় আনসার ভিডিপি'র উন্নয়ন গ্রাম সমিতির ঘর ও জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

কাউনিয়ার মীরবাগে আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমূখী সমবায় সমিতির বেদখল হওয়া  ঘর ও ছয় শতাংশ  জমি উদ্ধার করা হয়েছে। গত বুধবার বেলা তিনটায় অভিযান চালিয়ে বেদখল থাকা সমিতির ঘর ও জমি দখলে নেয়া হয়েছে। 

আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের কদমতলা বাসস্ট্যান্ডের নিকটে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে গধাধর গ্রামে  ১৯৯১ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নামে দলিলকৃত  ছয় শতাংশ জমিতে আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতির কার্যালয় টি স্থাপন করা হয়। এলাকার আইনশৃংখলা বজায় রাখা ও  সদস্যদের স্বাবলম্বী করার  জন্য নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করাও হয়েছিল। পরবর্তীতে সমিতির কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়লে এলাকার প্রভাবশালী ব্যক্তি নবীরুল ইসলাম  দশ বছর  ধরে সমিতির ঘর ও জমি দখল করে ধান ভাঙ্গার মেশিন স্থাপন করে ব্যবসা চালিয়ে আসে। অপরদিকে বাদল মিয়া নামে আরেক ব্যক্তি ও জমির চারপাশে সুপারির কাছ রোপণ করে। 

অনেক বার নোটিশ প্রদান করেও দখল ছেড়ে না দেওয়ায় বুধবার দুপুরে কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ ও উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার আনসার ও ভিডিপি'র বেশ কিছু সদস্য নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সমিতির  ঘর ও জমি উদ্ধার করে দখলে নেন। 

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার যোগদানের পর থেকে অন্যান্য বেদখল হওয়া জমিও উদ্ধার করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত