সুনামগঞ্জে তাহিরপুর উপজেলা লাকমা গ্রামের নিহত ১ ও আহত ১ নিয়ে সর্বমোট ৫ জন।

আবুহায়াত আহমেদ (সুনামগঞ্জ প্রতিনিধি)

নিহত  হলেন, সুনামগঞ্জে  তাহিরপুর উপজেলা লাকমা গ্রামের  তাজু মিয়ার সমন্দি বউ মোছাঃ রোমেলা খাতুন(৫৫) ও  তাজু মিয়ার ২য় ছেলে মোঃ বাহাদুর মিয়া (১৬) আর বাকি ৩ জন স্থানীয় ।

ঘটনাটি ঘটে ঢাকা মাওনার ব্রীজে নিচে ১৮-০৬-২৪ইং রোজ  মঙ্গলবার দুপুর (আনুমানিক) ১২:৩০ মিনিট এ। অটোর সাথে সিএনজি সংঘর্ষে নিহত ১ ও আহত হয়েছেন ৪ জন।

আহতদের মধ্যে একজন গুরতর অবস্থা I.C.U তে ভর্তি আছে ঢাকা  B.N.K হসপিটালে। আর বাকি ৩ জন এর মধ্যে কারো মাথা,,কারো হাতে,, ও শরীরে আঘাত পেয়েছেন।

এ ঘটনাস্থলে তাজু মিয়ার কাছ থেকে জানা যায় যে, ঈদের পর  ঢাকা মামার  বাড়ির থেকে  ঘুরা ফেরার  উদ্দেশ্যে রওনা হন আহত বাহাদুর মিয়া ও নিহত রোমেলা খাতুন (৫৫) ।

তার পর অটো তে উঠার পর ঢাকার মাওনা ব্রিজের নিছ দিয়ে যাওয়ার সময় সিএনজি সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ফাঁকে পালিয়ে যায় সিএনজি ড্রাইভার  তার পর ওই জায়গায় অনেক মানুষ এসে তাদের টানাটানি করে ঢাকা  B.N.K হসপিটালে পাঠানো হয়। তাজু মিয়া বলেন ঘটনাস্থলে আমি ছিলাম না,, পরে এসে জানতে পারি হসপিটাল এ পাঠানোর পর মারা যায় নিহত রোমেলা খাতুন(৫৫)। আর আমার সন্তান এর অবস্থা বেশি একটা ভালো নেই।

তিনি বলেন আমাদের পরিস্থিতি খুব একটা ভালো না থাকার কারণে আমরা কিছুই করতে পারি নাই ও এ কারণে আমরা থানার  মামলা ও করি নাই। আর এ বিষয়ে পুলিশ কে জানানো হয় নাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত