কাউনিয়া উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ বিষয়ে ওরিয়েন্টেশন
নিজস্ব প্রতিবেদক
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ’’ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা: সাদিকাতুল তাহিরিণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাউনিয়া, রংপুর।
স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার নিউট্রিশন সুরাইয়া আকতার, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর পশ্চিম অঞ্চল, রংপুর।
প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর পশ্চিম অঞ্চল, রংপুর।
ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাহিদুল ইসলাম, এ সময়ে উপস্থিত ছিলেন, ডা: জাকিয়া ইসমত, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাউনিয়া, স্বাস্থ্য পরিদর্শক মো: শাহাজালাল, সহকারী কারিগরি কর্মকর্তা (নিউট্রিশন), বেনজির লাইলা ও ইসরাত জাহান প্রমুখ।
ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন গ্রাম কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তির ফোরামের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার