কাউনিয়া উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ বিষয়ে ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ’’ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা: সাদিকাতুল তাহিরিণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাউনিয়া, রংপুর।

 স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার নিউট্রিশন সুরাইয়া আকতার, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর পশ্চিম অঞ্চল, রংপুর। 

প্রসপারিটি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর পশ্চিম অঞ্চল, রংপুর। 

ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাহিদুল ইসলাম, এ সময়ে উপস্থিত ছিলেন, ডা: জাকিয়া ইসমত, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাউনিয়া, স্বাস্থ্য পরিদর্শক মো: শাহাজালাল, সহকারী কারিগরি কর্মকর্তা (নিউট্রিশন), বেনজির লাইলা ও ইসরাত জাহান প্রমুখ।

ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন গ্রাম কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তির ফোরামের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত