শঠীবাড়ি মার্কেটের ভিতরে মিষ্টির দোকানের ঝুঁকিপূর্ণ চুলার ধোঁয়ায় অতিষ্ঠ ব্যবসায়িরা!
নিজস্ব প্রতিবেদকঃ
মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী কাপড় মার্কেটের গলিতে মল্লিকা মিষ্টি ভান্ডারের চুলার ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখায় আশেপাশের কাপড় ব্যবসায়ি সহ স্থানীয়রা অতিষ্ট হয়ে পড়েছেন বলে জানান। এরপূর্বে ভ্রামমাণ আদালত পরিচালিত হলেও পূনরায় আইন অমান্য করে আবারো কয়েকটি চুলা ব্যবহার করে মিষ্টি উৎপন্ন করছেন, মেসার্স মল্লিকা মিষ্টি ভান্ডার। সেই সঙ্গে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অভিযোগ।
বিষয়টি নিয়ে ব্যবসায়িরা ১৯/০৫/২৪ ইং লেখিত অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন।তাদের দাবি, এই চুলা ব্যবহারের কারনে যেকোনো সময় মার্কেটে আগুন ধরে যেতে পারে। ঘটতে পারে জানমাল সহ প্রাণহানির মতো ঘটনা। অথচ বারবার লেখিত অভিযোগ দায়ের করার পরেও প্রশাসন অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে কেনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না,ফোন কলে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মহদয় জানান আমরা অভিযোগ পেয়েছি,ফায়ার সার্ভিস টিম কে তথ্য দিয়েছি ফায়ার সার্ভিস টিম পরিদর্শন করে প্রতিবেদন করলে আমরা আপনাদের বিষয় টি শেয়ার করবো।
এ বিষয়ে ফায়ার সার্ভিস টিমের সাথে ফোন কলে জানতে চাইলে, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্টেশন অফিসার মোঃ মোনায়েম হোসেন জানান, আমরা সরজমিনে গিয়ে তদন্ত করে দেখেছি,দোকানদার কে নিষেধ করেছি এই কারেন্টের চুলা ব্যবহার না করতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার