অনুমতি পেয়ে জুমা পড়ালেন জবির সেই ইমাম মাওলানা ছালাহ উদ্দিন।

স্টাফ রিপোটারঃ আসিফুজ্জাম আসিফ

নারীদের নামাজ পড়ার স্থানে এক ছাত্রীর শুয়ে থাকাকে কেন্দ্র করে চাকরিচ্যুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ছালাহ উদ্দিন আবার নামাজ পড়ানোর অনুমতি পেয়েছেন। অনুমতি পেয়ে তিনি আজ শুক্রবার (৩১ মে) জুমার নামাজ পড়িয়েছেন।   

শুক্রবার বিকেলে মাওলানা ছালাহ উদ্দিন নিজেই  এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় মসজিদের ইমাম বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম স্যার আমাকে ডেকেছিলেন। তিনি বলেছেন, যেহেতু আপনাকে মৌখিকভাবে নামাজ না পড়াতে বলা হয়েছিল, এখন আপনি আপনার মতো দায়িত্ব পালন করুন।

তবে গঠিত তদন্ত কমিটির তদন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেছেন, যেহেতু তদন্ত কমিটি হয়েছে তারা তদন্ত করুক, তারা কী রিপোর্ট দেয় সেটা পরে দেখা যাবে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম  বলেন, তাকে মৌখিকভাবে আগেই বলা আছে। আজ শুক্রবার থেকেই ছালাহ উদ্দিন সাহেব আগের মতো নামাজ পড়াবেন।

গত ১৮ মে রাতে শারীরিক অসুস্থতা বোধ করায় এশার নামাজ আদায় শেষে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মেয়েদের রুমে ঘুমিয়ে পড়েন। পরে মসজিদের পাহারাদার তালা লাগাতে গেলে ওই মেয়েকে দেখতে পান। এসময় মসজিদের ওই পাহারাদারের স্ত্রী তাকে বের করে নিয়ে আসেন। তবে ইমাম বা পাহারাদার কেউই ভেতরে ঢোকেননি।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইমামকে মৌখিকভাবে অব্যাহতি দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ওই ছাত্রী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, এক্ষেত্রে ইমাম সাহেবের কোনো দোষ নেই। বিষয়টি গণমাধ্যমে উঠে এলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ইমামের পক্ষে ঝড় ‍ওঠে। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত থেকে আপাতত ফিরে আসে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত