ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম বিমানবন্দর ও সামুদ্রিক বন্দরে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ রবিবার সকালে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপৎসংকেত দেখাতে হবে। মহাবিপৎসংকেত দেখাতে বলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের ওই কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মহা বিপদ সংকেত জারি থাকায় চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম জরুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল থেকে বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সকল জাহাজ থেকে পণ্য উঠানামা বন্ধ রয়েছে। জাহাজ গুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানাই ঘূর্ণিঝড় স্বাভাবিক অবস্থায় আসলে বন্দরে সকল প্রকারের কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত