ভুলে ১০ কোটি টাকা একাউন্টে আসলো

নিজস্ব প্রতিবেদক 

ব্যাংকের এক গ্রাহকের মোবাইলে হঠাৎ একটি মেসেজ এলো। ম্যাসেজে লেখা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় ১০ হাজার কোটি টাকা! এই মেসেজ দেখে আসলেই মাথা ঠিক রাখা দায় হয়ে যায়।ভারতের উত্তর প্রদেশে ভানু প্রকাশ নামের এক ব্যক্তির ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। সম্প্রতি ভাদোনি জেলার এই ব্যক্তির মোবাইলে মেসেজ আসে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ হাজার ৯০০ কোটি টাকা জমা হয়েছে। তিনি এই বার্তা দেখে হতবাক। তার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা আসারতো কোনো কারণ নেই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভানু প্রকাশ এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন।পরে ব্যাংক থেকে জানানো হয়, সফটওয়্যারের ত্রুটির কারণে এমনটি হয়েছে।ব্যাংকটিতে তার অ্যাকাউন্ট কিষাণ ক্রেডিট কার্ড (কেসিসি) অ্যাকাউন্ট। এই অর্থ নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ) হিসাবে প্রবেশ করেছে।তবে এই কারণে কিছু সময়ের জন্য অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত