পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেরিষ্টার সুমন এর খেলায় মানুষের ঢ্ল
পঞ্চগড় প্রতিনিধিঃ মেহেদী হাসান মিরাজ
১১মে শুক্রবার বিকাল ৪টায় সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়,বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরতি খোদা মিলন এর আয়োজনে শুরু হয় প্রিতি ফুটবল ম্যাচ,
তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় খেলা। ব্যারিস্টার সুমন আসার খবরে দুপুর থেকেই খেলা দেখতে ঐতিহ্যবাহী এ স্কুল মাঠটিতে বাড়তে থাকে দর্শকের উপস্থিতি। বিকেলে পুরো মাঠ পূর্ণ হয়ে যায় দর্শকে। খেলা শুরুর আগে মাঠজুড়ে দর্শকদের মুখে ‘সুমন, সুমন’ ধ্বনি উচ্চারিত হলে মাঠ ঘুরে দর্শকদের হাত নেড়ে জবাব দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
খেলায় অংশগ্রহণ করেন কাশফিয়া ফুটবল একাডেমি বাংলাবান্ধা বনাম বেরিষ্টার সুমন একাডেমি।
খেলাটি পরিচালনা করেন সাজেদার রহমান রাজু। তাকে সহযোগিতা করেন আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির হিটলার আসাদুজ্জামান আসাদ। খেলার ধারাভাষ্য দেন দিনাজপুরের তরুণ জয়নাল আবেদীন সোহেল।খেলায় প্রথম অংশে গোল না হলেও দ্বিতীয় অংশে মাঠে নামেন ব্যারিস্টার সুমন। তার কয়েক মিনিট পর ১-০ গোলে কাশফিয়া ফুটবল একাডেমির গোল বক্সে গোল হলে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার