পোস্টগুলি

নগরকান্দায় শ্রমজীবীদের মাঝে, ছাতা, গেন্জি ও গামছা বিতরণ

ছবি
শাহলম সরকার নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ  ফরিদপুরের নগরকান্দায় শ্রমজীবী ভ্যানচালকদের মাঝে  বিনামূল্যে ছাতা, গেঞ্জি ও গামছা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  (১৪ মে) সকাল ১০ টায়   নগরকান্দা উপজেলা  প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার (পিএএ) এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর,সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল আসাদুজ্জামান শাকিল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ্,  পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার প্রমুখ। এসময় প্রায় শতাধিক শ্রমজীবী ভ্যান চালকদের মাঝে  বিনামূল্যে ছাতা, গেঞ্জি ও গামছা বিতরণ করেন।

কাউনিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

ছবি
আসলাম খান কাউনিয়া (রংপুর)প্রতিনিধি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক,উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শামসুজ্জামান আজাদ সি এন এইচএ প্রজেক্টের প্রতিনিধি মোছাঃ রোমানা আক্তার প্রজেক্ট অফিসার আসমিরা আক্তার ইউ এফ ফারজানা জামান ইউ এফ প্রমূখ।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেরিষ্টার সুমন এর খেলায় মানুষের ঢ্ল

ছবি
পঞ্চগড় প্রতিনিধিঃ মেহেদী হাসান মিরাজ ১১মে শুক্রবার বিকাল ৪টায় সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়,বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরতি খোদা মিলন এর আয়োজনে শুরু হয় প্রিতি ফুটবল ম্যাচ, তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় খেলা। ব্যারিস্টার সুমন আসার খবরে দুপুর থেকেই খেলা দেখতে ঐতিহ্যবাহী এ স্কুল মাঠটিতে বাড়তে থাকে দর্শকের উপস্থিতি। বিকেলে পুরো মাঠ পূর্ণ হয়ে যায় দর্শকে। খেলা শুরুর আগে মাঠজুড়ে দর্শকদের মুখে ‘সুমন, সুমন’ ধ্বনি উচ্চারিত হলে মাঠ ঘুরে দর্শকদের হাত নেড়ে জবাব দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।  খেলায় অংশগ্রহণ করেন কাশফিয়া ফুটবল একাডেমি বাংলাবান্ধা বনাম বেরিষ্টার সুমন একাডেমি।  খেলাটি পরিচালনা করেন সাজেদার রহমান রাজু। তাকে সহযোগিতা করেন আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির হিটলার আসাদুজ্জামান আসাদ। খেলার ধারাভাষ্য দেন দিনাজপুরের তরুণ জয়নাল আবেদীন সোহেল।খেলায় প্রথম অংশে গোল না হলেও দ্বিতীয় অংশে মাঠে নামেন ব্যারিস্টার সুমন। তার কয়েক মিনিট পর ১-০ গোলে কাশফিয়া ফুটবল একাডেমির গোল বক্সে গোল হলে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠে।

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেফতার।

ছবি
ঝালকাঠিতে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় গুয়াটন হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তনের সহকারী শিক্ষক গৌতম মজুমদার (৩৭) কে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-৮। ৮ মে(বুধবার)র‌্যাব-৮-এর একটি দল পিরোজপুরের লখকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গৌতম মজুমদার ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের মৃত:গৌরাঙ্গ মজুমদারের ছেলে, তিনি ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তনের সহকারী শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল (র‌্যাব-৮ সিপিএসসি কোম্পানির সিনিয়র এএসপি) ফয়জুল ইসলাম।  এএসপি বলেন, নিজ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন সহকারী শিক্ষক গৌতম মজুমদার। গত ৩ মে সকাল ৭টার সময় ওই শিক্ষার্থী পড়তে গেলে ঘরের ভেতর আটকে রেখে তাকে ধর্ষণ করে শিক্ষক। ধর্ষণের ঘটনা ছবি তুলে ও ভিডিও ধারণ করে রেখে দেন শিক্ষক। ওই ছাত্রী বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় তার পরিবারের লোকজন এসে শিক্ষকের ঘর থেকে তাকে উদ্ধার করে।  ৬ মে ঝালকাঠি সদর থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩)...

কাউনিয়ায় তেলিটারী মৎস্য জীবি সমিতির সদস্যদের সঞ্চয় ও লভ্যাংশ আত্মসাৎ করার অভিযোগ

ছবি
আসলাম খান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি ভিতরকুঠি তেলিটারী মৎস্য জীবি সমিতির সদস্যদের সঞ্চয় ও বিল ডাকের লভ্যাংশ সদস্যদের মাঝে বিতরণ না করে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আত্মসাৎ করার অভিযোগ ওঠেছে। সেই সাথে সমিতির কিছু সদস্যকে সরকারী সুবিধা থেকে বঞ্চিত ও মৎস্য সমিতির ঘর একেকবার একেক বিলের কাছে নিয়ে গিয়ে উত্তোলন করে বিল ইজারা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সদস্যরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছে।  অভিযোগ সূত্রে জানাগেছে ভিতরকুঠি তেলিটারী মৎস্য জীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৪২ জন সদস্য রয়েছে। এর মধ্য ২০ থেকে ২৫ জন সদস্য সঞ্চয় ও লভাংশ পেয়ে থাকলেও বাকী সদস্যদের শেয়ার সঞ্চয় ও লভ্যাংশের টাকা এবং সরকারী সুবিধা প্রদান করা হয় না। নানা অজুহাতে খরচ দেখিয়ে এ টাকা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পরিচালনা কমিটির কিছু সদস্য আত্মসাৎ করে আসছে। টেপরীকুড়া বিল ও হোকো ডাঙ্গা বিল ইজারা নিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় এবং সরকারী প্রনোদনা হিসেবে বিল নার্সারী তে পোনা উৎপাদন করে তার আয় করা টাকার হিসাব নিকাশ না দিয়ে ত...