পোস্টগুলি

রাজারহাটে আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে ইউএনও,দিলেন সহায়তা

ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া তিনটি পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে উপস্থিত হয়ে খাদ্য সহাসহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তার পাশাপাশি তিনি আগুনে পুড়ে যাওয়া দুই ব্যক্তি ও গবাদিপশুর সরকারি চিকিৎসা সহ বসতবাড়ি নির্মাণের সহায়তার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজারহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন কিছু নগদ অর্থ প্রদান করেন। এসময় ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলা'র রাজারহাট উপজেলা প্রতিনিধি সোহেল রানা,উপজেলা প্রেসক্লাবের সদস্য রতন রায়,মোশাররফ হোসেন প্রমুখ। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান,আগুনে পুড়ে যাওয়ার ঘটনা জানিয়ে ষাটোর্ধ আমজাদ আলী বলেন,গত মঙ্গলবার ২২এপ্রিল রাত আনুমানিক তিনটার দিকে তাদের গোয়াল ঘরে দেওয়া কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এখান থেকে আগুনের লেলিহা...

সরকারি বিলের ডাকে অংশ নিতে বাঁধা,নগদ টাকা ও মোবাইল ছিনতাই

ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চতলা কুড়া ও নাখেন্দা বিল মাছ চাষের জন্য ওপেনিং ডাকে অংশ নিতে গেলে রাজারহাট উপজেলা বিএনপি নেতার তোপের মুখে পড়ে আব্দুল আজিজ নামের এক ব্যক্তি। উক্ত ব্যক্তির পকেট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় প্রভাবশালী নেতা ও তার দলবল। এ ঘটনায় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল আজিজ। অভিযোগ সূত্রে জানা গেছে,গতকাল সোমবার উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের মৃত ইয়াহহিয়া মোল্লার ছেলে মো: আব্দুল আজিজ (৩২) ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চতলা কুড়া ও নাখেন্দা বিলে মাছ চাষের জন্য ওপেনিং ডাকে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেন। গত ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখ দুপুর ৩.০০ ঘটিকার সময় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গেলে উক্ত অফিসে উপস্থিত হওয়ার সাথে সাথেই উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব সহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন লোক আব্দুল আজিজের উপর অতর্কিতভাবে হামলা করে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তার বাহিনীকে হুকুম প্রদান করে বলে যে শালাকে নদী নেওয়ার সাধ মিঠাইয়া দে। উক্ত ...

কাউনিয়ায় বালাপাড়া হাজী সমিতির উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ

ছবি
ডেস্ক রিপোটঃ  কাউনিয়া বালাপাড়া হাজী সমিতির উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও হাজী সমাবেশ ২০২৫ বুধবার দুপুরে জিন্না চম্পা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। হজ্ব প্রশিক্ষণ ও হাজী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাপাড়া হাজী সমিতির সভাপতি হাবিবুর রহমান,  সাধারণ সম্পাদক টিএম মোফাজ্জল হোসেন, সরকারি হজ গাইড আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম,পি,এ,ইসলামিক ফাউন্ডেশন,রংপুর বিভাগীয় মুহাঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ইসলামী আন্দোলন এর  সভাপতি ইদ্রিস আলী বিডিআর, মোঃ রায়হান সাজ্জাদ সেলিম প্রমূখ। রাসুল (সাঃ) বলেছেন, এক উমরাহ হতে পরবর্তী উমরাহ পালন উভয়ের মধ্যবর্তি সময়ের গুনাহের  কাফ্ফারা হয়ে যায়।  আর মাবরুর হজ্জের প্রতিদান হলো জান্নাত (বুখারী) হজ্ব প্রশিক্ষন প্রদান করেন বালাপাড়া হাজী সমিতির সভাপতি হাবিবুর রহমান ও সম্পাদক টিএম মোফাজ্জল হোসেন এবার কাউনিয়া থেকে ৮৩জন হাজী হজ্বব্রত পালন করতে সৌদি আরব যাবেন।

কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা

ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রামে সাংবাদিকের ব্যানারে ফ্যাসিস্টদের সংঘটিত করতে মাঠে নেমেছে একাত্তর টিভি এবং জনকণ্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি রাজু মোস্তাফিজ। ৫ আগস্ট পরবর্তী সময়েও আওয়ামীলীগ মদদপুষ্ট সাংবাদিক নামধারী ব্যক্তিদের অপতৎপরতায় যেকোন মহুর্তে কুড়িগ্রামকে অশান্ত করার আশঙ্কা করছে গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী নেতারা। অনুসন্ধানে জানা গেছে,স্বৈরাচার আওয়ামীলীগের গত ১৭ বছরের সকল অবৈধ কাজকে বৈধতা দিয়েছেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভি ও দৈনিক জনকন্ঠেনর কুড়িগ্রাম প্রতিনিধি রাজু মোস্তাফিজ ও সাধারণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল খালেক ফারুক। ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলায় নিহত হয় বৈষম্যবিরোধী নেতা আসিকুর  রহমান আসিক। আলোচিত সেই হত্যাকান্ডের অন্যতম আসামী কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক। মামলার পর তিনি আত্মগোপনে চলে গেলে প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজকে দিয়ে গোপনে ফ্যাসিস্টদের সংঘটিত ও কুড়িগ্রামকে অশান্ত করতে নানা রকম ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে ৫ আগস্ট পরবর্তীতে ফ্যাসিস্টদের মদদপুষ্...

কাউনিয়ায় ১৭ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ আসলাম খান কাউনিয়ায় ১৭ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার সন্ধায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার বেইলী ব্রীজের নিকটে ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশি চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। এসময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ঘুঘুর হাট গ্রামের আমজাদ হোসেনের পুত্র হাবিল (২৪) কাবিল (২৪) একই এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার পুত্র মোস্তফা কামাল (১৯) ও ময়েজ উদ্দিনের পুত্র মেহের চিশতি (২৮) কে গাঁজা সহ আটক করা হয়। যার মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে ২টি এন্ড্রোয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে র‌্যাব-১৩ গাঁজা সহ আসামিদের রাতেই থানায় সোপর্দ করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১)সারণি ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

কাউনিয়া ব্লাড ডোনেট অর্গানাইজেশনের পরিচালক এর উদ্যোগ ইফতার বিতরণ করা হয়।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ আসলাম খান রংপুরের কাউনিয়া ব্লাড ডোনেট অর্গানাইজেশনের   উদ্ধগে ইফতার বিতারণ করা হয়েছে।রবিবার বিকাল ৫ টা ৩০ মিনেটে কাউনিয়া রেলষ্টেশনে বিতারণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া ব্লাড ডোনেট সংগঠন এর প্রতিষ্ঠাতা কামরুজ্জামান (কাজল), পরিচালক হাফেজ : রাবিতুল ইসলাম, পরিচালক আজমুল হাসান রিদয়, পরিচালক রানা হামিদ রাসেল, পরিচালক  রাফিক বিন আনসারী, পরিচালক মুস্তাফিজুর রহমান প্রমুখ। ইফতার বিতারণ করেন গরীব দুস্ত পরিবারের মাঝে মোঃ রুহুল আমিন বাদল জানান,কাউনিয়া ব্লাড ডোনেট অর্গানাইজেশন সংগঠনের পক্ষ থেকে মানসম্মত ইফতার পেয়েছি,খুবেই ভালো লাগছে,হয়তো আমাদের আস্বাদ্য ছিলো এমন ইফতার করার,সংগঠনের জন্য সারা জীবন দোয়া ও শুভকামনা রইলো।

কাউনিয়ায় রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ আসলাম খান পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের কাউনিয়া রিপোটার্স ইউনিটি শাখার বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে রিপোটার্স ইউনিটি’র আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হল রুমে দোয়া ও ইফতার মাহফিল রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মোস্তফা কামাল, বালাপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, সহ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কাউনিয়া প্রেসক্লাব সদস্য আব্দুল কুদ্দুস বসুনিয়া, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক নিতাই রায়...