পোস্টগুলি

রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ যদি হই রক্তদাতা,জয় করব মানবতা। এই প্রতিপ্রাদ্যকে ধারণ করে কাজ করে যাচ্ছে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন। গত এক বছর ধরে বিনামূল্যে রক্তদানসহ নানা ধরণের সামাজিক কর্মকান্ডে নিয়োজিত এই সংগঠনের  কার্যক্রম,আরো গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।  নবগঠিত কমিটিতে মোঃ আনিসুজ্জামান (সাজু) কে সভাপতি,মোঃহাবিবুর রহমান (হাবিব) সহসভাপতি, মোঃ গোলাম রব্বানী সাধারণ সম্পাদক এবং মোঃ শামীম আহমেদকে সাংগাঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩৫ বিশিষ্ট এই কমিটির পাশাপাশি মোঃ মাহমুদুল হাসান (সিফাত) কে প্রধান উপদেষ্টা করে ১১ বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন বিনামূল্যে রক্তদান সহ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ডে লিপ্ত ছিল যা ব্যাপকহারে রংপুর সাড়া ফেলেছিল।

কাউনিয়ায় মর্যাদা প্রকল্পের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ আমাদের অধিকার.আমাদের ভবিষ্যৎ এখনই এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় মঙ্গলবার সকালে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের মর্যাদা প্রকল্পের  আয়োজনে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা বালাপাড়া  ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন এস আই আনোয়ারুল ইসলাম ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ , ইউপি সচিব আবু সাইয়েম, ইউনিট ম্যানেজার অনিতা রানী, ফিল্ড ফ্যাসিলিটেটর শিরিনা বেগম প্রমূখ।  আলোচনা সভার পূর্বে একটি র‍্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এ দিবসটি উক্ত প্রকল্পের আওতায় টেপামধুপুর ও কুর্শা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।

কাউনিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ কাউনিয়া উপজেলা ছাত্রদল ও কাউনিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মঙ্গলবার (১০ডিসেম্বর) দুপুর ১২ টায় কাউনিয়া কলেজের প্রধান ফটোকে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, কাউনিয়া উপজেলা ছাত্রদল এর আহবায়ক তরিকুল ইসলাম তৌফিক,উপজেলা কৃষক দলের সভাপতি ডা: ফেরদৌস হাসান জনি,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদ,মাসুম, জেলা ছাত্র দলের সদস্য আমিনুল ইসলাম,হারাগাছ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মাসুদার রহমান, শহীদবাগ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আবুল কালাম,কৃষক দলের বালাপাড়া ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব সজীব হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর এলাহী,কলেজ শাখা ছাত্র দলের আসিফ,মনির,রাব্বী,রিয়াল,লিমন,আলিফনুর প্রমূখ।

কাউনিয়ায় গ্রীন ভয়েস এর উদ্ধগে কুইজ কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের কাউনিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস স্বরণে গ্রীন ভয়েস উপজেলা শাখার উদ্যোগে মীরবাগ কলেজে অনুষ্ঠিত হয়েছে,কাউনিয়া উপজেলা শাখার সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলার সভাপতি আকরাম মাহমুদ,সহ-সভাপতি ইমরান হোসেন,তানজাহার ইসলাম তামান্না। সাংগঠনিক সম্পাদক আজমুল হাসান রিদয়, মৌমিতা আক্তার মৌ। যুগ্ম সাধারণ সম্পাদক আখিঁ আক্তার,প্রচার সম্পাদক কামরুজ্জামান কাজল, রফিক বিন আনসারী, নুসরাত জাহান নুপুর, রুমা আক্তার প্রমুখ। পরে মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বক্তারা বেগম রোকেয়া স্মৃতি তোরণের সংস্কার এবং তার দেহাবশেষ দেষে এনে মাজার করার দাবী জানান।

জায়গা জমির জেরে বাড়িতে হামলা ভাঙচুর ও গর্ভবতী মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ ভুক্তভোগী মো: হাফিজুর রহমান বলেন।বেশ কিছু দিন যাবত যায়গা জমি নিয়ে বড় ভাই হান্নানের পরিবারের সাথে  ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আর সুযোগ পেলেই ভুক্তভোগী হাফিজুর রহমান ও তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করতো  বাজে ভাষায় গালিগালাজ ও হুমকি ধমকি দিয়ে আচ্ছিলেন। এক পর্যায় ভুক্তভোগী হাফিজুর রহমান বাড়িতে না থাকায়। তার বাড়িতে হামলা করে হান্নান ও তার পরিবার, সবার হাতে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে বাড়িতে অতর্কিত হামলা ভাঙচুর ও লুটপাট করেন। ঘড়ে থাকা গরু বিক্রির দুই লাখ দশ হাজার টাকা ও  চার ভরি স্বর্ণ হাতিয়ে নেন হামলাকারী পরিবারটি। হামলা কারিরা হলেন ১। হান্নান ২। শামিনা ৩।সজিব মিয়া ৪।তাজুল মিয়া ৫।আরমিনা বেগম ৬।মানুন মিয়া।হামলার বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হাফিজুর রহমান।  তিনি এই এই হামলাকারী সঠিক তদন্ত করে শাস্তির দাবি জানান।

রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন কর্তৃক ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন কর্তৃক কাউনিয়া উপজেলা কর্তৃক শহীদবাগ ইউনিয়নের সাব্দী মাদরাসা মাঠে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মাদরাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুজ্জামান (সাজু), মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ লতিফা আক্তার (লতা), সিনিয়র স্বেচ্ছাসেবী  মোঃ গোলাম রব্বানী। আরো উপস্হিত ছিলেন কাউনিয়া উপজেলা সভাপতি মোছাঃ আজমুল হাসান,যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান কাজল, বুসরাত বিনতে, রফিক বিন আনসারী রাছেল,খাইরুল,দীপ্ত প্রমুখ। রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন কাউনিয়া উপজেলা একটি অরাজনৈতিক সংগঠন যা গোঠা রংপুর বিভাগ নিয়ে কাজ চলমান।মানুষের মাঝে  ফ্রি রক্তদান ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ অসহায়দের সাহায্যর্থে জন্য মূলত এই সংগঠন কাজ করে থাকে। রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন ভারপ্রাপ্ত সভাপতি বলেন,রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন গত একবছরে মানুষের মাঝে ফ্রি রক্তদান অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ,ও রমজান মাসে ইফতার বিতরণ সহ নানা কর্মকান্ড লিপ্ত ছিল,যা ...

কাউনিয়ায় বাদাম বিক্রি করে জীবিকানির্বাহ করছেন অসহায় রানা।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ - জীবিকার তাগিদে মানুষ বেছে নেয় নানা পেশা, সেটি ছোট কিংবা বড় হোক, যার যেমন সামর্থ তার তেমন কর্ম। এমনই একটি পেশা বেছে নিয়েছেন রংপুর জেলার কাউনিয়া সোনাতন গ্রামের অসহায় রানা মিয়া (৩৫)। তিনি ৮ বছর ধরে বাদাম বিক্রি করছেন। আর এই সামান্য আয় দিয়েই দুই ছেলে কে পড়ালেখা করাচ্ছেন। রানা মিয়া বলছেন, দুই ছেলে কে ঠিক ঠাক পড়া লেখা করাতে পারলে একটু শান্তি পেতাম। সরকারী পূর্নদনার ভীষন প্রয়োজন। মীরবাগ বাজার ও বাসস্টানের পাশে দেখা যায়, গলায় বাদামের ডালা ঝুলিয়ে ৩০/৪০ কিলো পায়ে হেটে হেটে বাদাম বিক্রি করছেন রানা মিয়া। সংসারে তার বাড়তি কোনো আয় নেই, নেই কোনো আবাদি জমি।   প্রতিদিন সকাল হলেই খেয়ে-না খেয়ে বাদামের ডালা গলায় ঝুলিয়ে রংপুর শহরমুখী হন তিনি। ৫ থেকে ৬ কেজি বাদাম তার স্ত্রীসহ নিজেই ভেজে গরম গরম নিয়ে শহরে প্রবেশ করেন। অলিগলি ঘুরে বিক্রি করেন। এতে তার লাভ হয় ২৫০ থেকে ৩০০ টাকা। মীরবাগে তিনি পরিচিত মুখ, তার ভাজা বাদামের স্বাদ সবার মুখে মুখে। একজন ক্রেতা আব্দুল আজিজ। তিনি বলেন, এই অসহায় ভাইয়ের বাদাম আমি প্রতিদিন কিনে খাই। তার বাদাম ভাজাটা ভালো এবং কড়া হয়। ১০০ গ্রামের দাম ৩০ টাকা, বাদ...