পোস্টগুলি

জায়গা জমির জেরে বাড়িতে হামলা ভাঙচুর ও গর্ভবতী মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ ভুক্তভোগী মো: হাফিজুর রহমান বলেন।বেশ কিছু দিন যাবত যায়গা জমি নিয়ে বড় ভাই হান্নানের পরিবারের সাথে  ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আর সুযোগ পেলেই ভুক্তভোগী হাফিজুর রহমান ও তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করতো  বাজে ভাষায় গালিগালাজ ও হুমকি ধমকি দিয়ে আচ্ছিলেন। এক পর্যায় ভুক্তভোগী হাফিজুর রহমান বাড়িতে না থাকায়। তার বাড়িতে হামলা করে হান্নান ও তার পরিবার, সবার হাতে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে বাড়িতে অতর্কিত হামলা ভাঙচুর ও লুটপাট করেন। ঘড়ে থাকা গরু বিক্রির দুই লাখ দশ হাজার টাকা ও  চার ভরি স্বর্ণ হাতিয়ে নেন হামলাকারী পরিবারটি। হামলা কারিরা হলেন ১। হান্নান ২। শামিনা ৩।সজিব মিয়া ৪।তাজুল মিয়া ৫।আরমিনা বেগম ৬।মানুন মিয়া।হামলার বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হাফিজুর রহমান।  তিনি এই এই হামলাকারী সঠিক তদন্ত করে শাস্তির দাবি জানান।

রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন কর্তৃক ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন কর্তৃক কাউনিয়া উপজেলা কর্তৃক শহীদবাগ ইউনিয়নের সাব্দী মাদরাসা মাঠে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মাদরাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুজ্জামান (সাজু), মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ লতিফা আক্তার (লতা), সিনিয়র স্বেচ্ছাসেবী  মোঃ গোলাম রব্বানী। আরো উপস্হিত ছিলেন কাউনিয়া উপজেলা সভাপতি মোছাঃ আজমুল হাসান,যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান কাজল, বুসরাত বিনতে, রফিক বিন আনসারী রাছেল,খাইরুল,দীপ্ত প্রমুখ। রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন কাউনিয়া উপজেলা একটি অরাজনৈতিক সংগঠন যা গোঠা রংপুর বিভাগ নিয়ে কাজ চলমান।মানুষের মাঝে  ফ্রি রক্তদান ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ অসহায়দের সাহায্যর্থে জন্য মূলত এই সংগঠন কাজ করে থাকে। রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন ভারপ্রাপ্ত সভাপতি বলেন,রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন গত একবছরে মানুষের মাঝে ফ্রি রক্তদান অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ,ও রমজান মাসে ইফতার বিতরণ সহ নানা কর্মকান্ড লিপ্ত ছিল,যা ...

কাউনিয়ায় বাদাম বিক্রি করে জীবিকানির্বাহ করছেন অসহায় রানা।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ - জীবিকার তাগিদে মানুষ বেছে নেয় নানা পেশা, সেটি ছোট কিংবা বড় হোক, যার যেমন সামর্থ তার তেমন কর্ম। এমনই একটি পেশা বেছে নিয়েছেন রংপুর জেলার কাউনিয়া সোনাতন গ্রামের অসহায় রানা মিয়া (৩৫)। তিনি ৮ বছর ধরে বাদাম বিক্রি করছেন। আর এই সামান্য আয় দিয়েই দুই ছেলে কে পড়ালেখা করাচ্ছেন। রানা মিয়া বলছেন, দুই ছেলে কে ঠিক ঠাক পড়া লেখা করাতে পারলে একটু শান্তি পেতাম। সরকারী পূর্নদনার ভীষন প্রয়োজন। মীরবাগ বাজার ও বাসস্টানের পাশে দেখা যায়, গলায় বাদামের ডালা ঝুলিয়ে ৩০/৪০ কিলো পায়ে হেটে হেটে বাদাম বিক্রি করছেন রানা মিয়া। সংসারে তার বাড়তি কোনো আয় নেই, নেই কোনো আবাদি জমি।   প্রতিদিন সকাল হলেই খেয়ে-না খেয়ে বাদামের ডালা গলায় ঝুলিয়ে রংপুর শহরমুখী হন তিনি। ৫ থেকে ৬ কেজি বাদাম তার স্ত্রীসহ নিজেই ভেজে গরম গরম নিয়ে শহরে প্রবেশ করেন। অলিগলি ঘুরে বিক্রি করেন। এতে তার লাভ হয় ২৫০ থেকে ৩০০ টাকা। মীরবাগে তিনি পরিচিত মুখ, তার ভাজা বাদামের স্বাদ সবার মুখে মুখে। একজন ক্রেতা আব্দুল আজিজ। তিনি বলেন, এই অসহায় ভাইয়ের বাদাম আমি প্রতিদিন কিনে খাই। তার বাদাম ভাজাটা ভালো এবং কড়া হয়। ১০০ গ্রামের দাম ৩০ টাকা, বাদ...

কাউনিয়ায় জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ কাউনিয়া উপজেলার  টেপামধুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে  টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মী সমাবেশ শুক্রবার সকালে  অনুষ্ঠিত হয়েছে।  উক্ত কর্মী সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে  দারস পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কাউনিয়া উপজেলা শাখা ওলামা বিভাগের সভাপতি মাও: এসাহাক আলী,  আলোচনা পেশ করেন এ্যাড: ফজলুর রহমান, কাউনিয়া উপজেলা কার্যকরী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী,মোঃ হোসেন আলী,  জেলা সভাপতি,  বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির,  মাও: আব্দুস সালাম সরকার,  উপজেলা আমীর, কাউনিয়া উপজেলা, মোঃ রায়হান সিরাজী,  জেলা সহকারী সেক্রেটারী জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী। সঞ্চালনায় ছিলেন ডাঃ আশরাফুল ইসলাম সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী, টেপামধুপুর ইউনিয়ন শাখা।

কাউনিয়ায় বৃদ্ধ পিতাকে পিঠিয়ে বাড়ী ছাড়া করেছেন স্বজনরা

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন ধরে সমাজের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে অবশেষে এই অন্যায়ের প্রতিকার চেয়ে, বিজ্ঞ আদালতে মামলা ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে লিখিতঅভিযোগ আনায়ন করেছেন। মামলা অভিযোগ সূত্রে জানা যায় যে,কাউনিয়া উপজেলাধীন কুর্শা ইউনিয়নের পর্ব চাঁন ঘাট বুড়ীঢোবা গ্রামের বৃদ্ধ দেলোয়ার হোসেন (৬৫) দির্ঘদিন ধরে শশুড়রয় স্থানে থাকেন,দিনে দিনে শ্রম ও মেহেনতের শিখরে দারিদ্র সংসার বিবর্তন হয়। দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক হয়ে ওঠেন তিনি, মেহনত করে ছোট্ট ছেলে নাজমুল কে বিদেশে পাঠান, ফিরে আসে দারিদ্র সংসারের স্বচ্ছলতা, কিন্তু সুখ তার কপালে সহিলো না। বৃদ্ধ দেলোয়ারের মাঝে নেমে আসে অস্বচ্ছলতা, কিডনী জনিত রোগে অসুস্থ এই বৃদ্ধ, হয়ে উঠেন সংসারের বোঝা। স্ত্রী মজিরন সন্তান মজমুল,নাজমুল,শালক আবু বক্কর,আজিজুল,আবুল হোসেন এবং ছেলের স্ত্রী সাহিদার কাছে শুধু অবহেলিত ও একটি খেলনার পাত্র। আজ বয়সের ভারে তার জীবনে নেমে আসে নির্মম নির্যাতন,এ বিধুর সহ্য করতে না পেরে তিনি তাবলীক জামায়েত চলে যান, সেখান থেকে অতিব প্রয়োজনিয় সময় অতিক্রম করে বিগত ২৪/০৭/২০২২ ইং তারিখে ঘরে ফিরেন ওই বৃদ্ধ। এক পর...

কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে,সারা দেশের  ন্যায় কাউনিয়ায় গনঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৫ আগষ্ট  উপজেলা  বিএনপির  আয়োজনে উপজেলা  বাসষ্টান মোড়ে আয়োজিত গন অবস্থান কর্মসূচিতে  বক্তব্য রাখেন। রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা,সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু,সাবেক সাধারন সম্পাদক শফিকুল আলম সফি,যুগ্ন আহব্বায়ক আব্দুর রহিম, জামিনুর রহমান,আলমগীর চৌধুরী লিটন,সদস্য মতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক সরকার, যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আব্দুর রহিম,সদস্য সচিব আব্দুল আজিজ বাবু,সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর, যুগ্ন আহব্বায়ক ওয়াকিল, মুক্তি, যুবদল নেতা রাশেদুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক বাবলু সরকার  বাবু,সদস্য সচিব মোসাব্বের আহম্মেদ কোয়েল,সিনিযর যুগ্ন আহব্বায়ক মোসাব্বের,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক তরিকুল ইসলাম,সদস্য সচিব আপেল প্রমুখ। অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন,ব...

ট্রাফিকের সার্টিফিকেট পাবে শিক্ষার্থীরা

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ সরকার পতনের পর ট্রাফিক পুলিশের সদস্যরা নেই সড়কে। তাই সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা। আর ট্রাফিকের কাজ করা এই শিক্ষার্থীদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার (১১ আগস্ট) আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি আইজিপিকে অনুরোধ করব, এই যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেবেন। চাকরির ক্ষেত্রে এটার যেন মূল্যায়ন হয়।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রং কিনে দেয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগত। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।’ শিক্ষার্থীরা আমার গাড়িও চেক করেছে উল্লেখ করে তিনি জানান, পতাকাওয়ালা গাড়ি থামানো হয়েছে। তারপর তারা বলেছে পতাকা থাক আর যাই থাক গাড়ি ...