পোস্টগুলি

কাউনিয়ায় স্কুলছাত্রী মেয়েকে বাঁচাতে বাবার আকুতি।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ  আবার স্কুলে ফিরতে চাই,বাচঁতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই, কিন্তু আমি কী পারবো আবার স্কুলে ফিরতে?  টাকার  অভাবে কি আর  আমার চিকিৎসা হবে না,  আমি কি আর  বাঁচবো না! এমন মর্মস্পশী ভাষাতে সবার  কাছে আকুতি জানাচ্ছে কাউনিয়ায়  চুলার আগুনে দগ্ধ হওয়া প্রানণাথ চর  আদর্শ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির স্কুল ছাত্রী মোহনা খাতুন (১৬)।অর্থাভাবে  বর্তমানে তার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।মোহনা খাতুন  উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চরের বাসিন্দা দরিদ্র অটোরিকশা চালক ময়নুল ইসলামের কন্যা। মোহনার বাবা   ময়নুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন তিন মাস আগে রান্না করতে গিয়ে অসাবধনাবসত আমার স্কুল পড়ুয়া মেয়ের পোষাকে চুলার আগুন লেগে শরীরের ৭৫ ভাগ দগ্ধ হয়ে যায়। আমার সামর্থ্য অনুযায়ী ও ঋণ করে এ পর্যন্ত ৯ লাখ টাকা খরচ করে চিকিৎসা চালিয়েছি। জমি জিরাত যা ছিল সব শেষ। বর্তমানে মেয়ের চিকিৎসা করার মতো আমার কোন সামর্থ্য নেই। তিনি আরোও বলেন, হাতে এখন আর টাকাপয়সা নেই। চিকিৎসা তো দূরে থাক, সংসার চালানোও এখন আর সম্ভব হচ্ছে না। মেয়ের শারীরিক অব...

কাউনিয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে রবিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, একেএম জাহাঙ্গীর হাসান, জমশের আলী, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল কাশেম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক মশিউর রহমান মুশি, টেপামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, কৃষকলীগ সাধারন সম্পাদক আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জামিল হোসাইন সহ ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা-দিল্লি সম্পর্ক আরও গভীর করতে ৭টি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি
এস,কে কৃষ্ণা ঢাকা বিভাগীয় ব্যুরো চীফঃ দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরো সুসংহত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ঢাকা ও নয়াদিল্লি আজ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এসব সমঝোতা স্মারকের মধ্যে সাতটি নতুন ও তিনটি নবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফনকালে এখানকার হায়দ্রাবাদ হাউসে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আলোচনায় মূলত সংযোগ, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, সামুদ্র সম্পদ, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রাধান্য পায়। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রী সমুদ্র অর্থনীতি ও সামুদ্রিক সহযোগিতা,  রেলওয়ে, সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, একাডেমিক সহযোগিতা, মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমঝোতা স্মারক বিনিময় প্রত্যক্ষ করেন। বাংলাদেশ ও ভারত সরকারের সাতটি নতুন সমঝোতা স্মারকের মধ্যে, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে সমুদ্র অর্থনীতি ও সমুদ্র সহযোগিতার  ক্ষেত্রে একট...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭টি স্বর্ণের বারসহ ১জনকে আটক করেছে ৫৯ বিজিবি

ছবি
বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি দিয়ে বাংলাদেশ হতে ভারতে যওয়ার সময় ৭টি স্বর্ণের বারসহ বাংলাদেশী পাসপোর্টধারী একজন কে আটক করেছে ৫৯বিজিবি। আটককৃত ব্যক্তি হলেন রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রাণীনগর গ্রামের বেলাল উদ্দীন আহমেদের ছেলে মোহাঃ হামিদুল হক (৬১)। শুক্রবার (২১ জুন ) রাতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত সদস্যরা বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে। এক পর্যায়ে বিকাল সাড়েপাঁচ টার দিকে ১জন বাংলাদেশী নাগরিক মোহাঃ হামিদুল হক এর গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে চেকপোষ্টে তল্লাশী করে। এসময় তার কোমরে আন্ডারওয়্যার এর বেল্টের ভিতরে অভিনব কায়দায় বহনকৃত ৭১০.৬৭ গ্রাম ওজনের ৭৪ লক...

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার প্রস্তুতি, জড়ো হচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা:

ছবি
ষ্টাফ রিপোর্টার মোঃ আসিফুজ্জামান আসিফ  ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার আয়োজন করেছে দলটি। এরইমধ্যে শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। শুক্রবার (২১ জুন) বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটশনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরুর কথা রয়েছে। সেখানে দুটি ট্রাকে অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়েছে। শোভাযাত্রার আগে এখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ মঞ্চে এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদেরও দেখা গেছে সমাবেশ মঞ্চে। সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা তিনটা পর্যন্ত ঢাকার বিভিন্ন সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নেত্রীরা বাংলাদেশের বিশাল আকারের পতাকা নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। আওয়ামী লীগের আরেক সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সুসজ্জিত মিছি...

কাউনিয়ায় অগ্নিকান্ডে ঘরবাড়ি গবাদিপশু পুড়ে ভস্মীভূত

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ কাউনিয়া উপজেলার টেপা মধুপুর  ইউনিয়নে পশ্চিম রাজীব চৌকির ঘাট মোঃ  বাদশা মিয়া নামে এক কৃষকের ঘরে আগুন লেগে একটি বশত ঘর ও গোয়াল ঘর সহ গবাদিপশু আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।  পারিবারিক সূত্রে জানাগেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বসত ঘরে আগুন লেগে নিমিষেই বসতঘর ও গোয়াল ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এসময় গোয়াল ঘরে থাকা একটি গরু পুরে মারা যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষাধিক টাকা। পরে কাউনিয়া ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  টেপা মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বাদশা মিয়ার ক্ষতিগ্রস্ত  পোড়া বাড়িটি পরিদর্শন করেছেন।

কাউনিয়ার নাজিরদহ গ্রামে সেতুর মুখ ভরাট: বাড়িঘর ফসল পানিতে তলিয়ে গেছে

ছবি
নিজস্ব প্রতিবেদক কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুল তলা গ্রামে মীরবাগ-হারাগাছ পাকা সড়কে এক প্রভাবশালী ব্যক্তি সেতুর মুখ মাটি দিয়ে ভরাট করায় পানি বের হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় এক হাজার হেক্টর জমির লেট বোরো ধান,পাট,ভুট্টা,আমন বীজতলা,  শশা,পটল,ঢ়েড়স,পেপে,  সবজি সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়াও অর্ধশতাধিক বাড়িতে পানি ঢুকে সাধারণ মানুষের দূর্ভোগের সৃষ্টি হয়েছে।  নাজিরদহ বকুল তলা গ্রামের বাসিন্দারা জানায় আব্দুর রফিক নামের এক প্রভাবশালী ব্যক্তি নাজিরদহ বকুল তলা  নোয়াখালী টারী গ্রামে মীরবাগ-হারাগাছ সড়কে  বড় একটি সেতুর মুখ মাটি দ্বারা ভরাট করায় এবং  কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বিভিন্ন ফসল তলিয়ে গেছে এবং বাড়ি ঘরে পানি প্রবেশ করে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও  উপজেলা নির্বাহী অফিসার কে বিষয় টি অবহিত করা হলে বৃহস্পতিবার দুপুরে হারাগাছ ইউপি চেয়ারম্যান  মোঃ রাজু আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক সেতুর মুখ ভরাট করা স্থান পরিদর্শন করেছেন।   উপজে...