কাউনিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকঃ রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকায় ৩ (তিন) এর পাতায় ১৫ জুলাই-২৪, এবং বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকায় "কাউনিয়ায় মামলা তুলতে প্রভাবশালীদের চাপ- নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার "’ শিরোনামে প্রকাশিত সংবাদ টি আমার দৃষ্টি গোচর হয়েছে। আমি প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে আমাদের ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুন্ন করার হীন প্রচেষ্টা চালানো হয়েছে। একই গ্রামের আশরাফুল ইসলাম এর পরিবারের সাথে আমাদের পরিবারের একটি মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে, এরপর থেকে তার পরিবারের সাথে আমাদের কোন যোগাযোগ নেই, আমি ও আমার পরিবার আইনের প্রতি শ্রদ্ধাশীল।কিন্তু আশরাফুলের পরিবার আমি সহ আরো ৫ জনের বিরুদ্ধে গাছ গাছালি ভেঙে দেওয়া, গ্রাম ছাড়ার জন্য চাপ সৃষ্টি সহ নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি বলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে, এরকম তেমন কোন ঘটনা এলাকায় ঘটেনি। আমি উক্ত প্রকাশিত সংবাদে...