রাজারহাটে আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে ইউএনও,দিলেন সহায়তা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া তিনটি পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে উপস্থিত হয়ে খাদ্য সহাসহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তার পাশাপাশি তিনি আগুনে পুড়ে যাওয়া দুই ব্যক্তি ও গবাদিপশুর সরকারি চিকিৎসা সহ বসতবাড়ি নির্মাণের সহায়তার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজারহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন কিছু নগদ অর্থ প্রদান করেন। এসময় ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলা'র রাজারহাট উপজেলা প্রতিনিধি সোহেল রানা,উপজেলা প্রেসক্লাবের সদস্য রতন রায়,মোশাররফ হোসেন প্রমুখ। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান,আগুনে পুড়ে যাওয়ার ঘটনা জানিয়ে ষাটোর্ধ আমজাদ আলী বলেন,গত মঙ্গলবার ২২এপ্রিল রাত আনুমানিক তিনটার দিকে তাদের গোয়াল ঘরে দেওয়া কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এখান থেকে আগুনের লেলিহা...