পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন কর্তৃক ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন কর্তৃক কাউনিয়া উপজেলা কর্তৃক শহীদবাগ ইউনিয়নের সাব্দী মাদরাসা মাঠে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মাদরাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুজ্জামান (সাজু), মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ লতিফা আক্তার (লতা), সিনিয়র স্বেচ্ছাসেবী  মোঃ গোলাম রব্বানী। আরো উপস্হিত ছিলেন কাউনিয়া উপজেলা সভাপতি মোছাঃ আজমুল হাসান,যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান কাজল, বুসরাত বিনতে, রফিক বিন আনসারী রাছেল,খাইরুল,দীপ্ত প্রমুখ। রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন কাউনিয়া উপজেলা একটি অরাজনৈতিক সংগঠন যা গোঠা রংপুর বিভাগ নিয়ে কাজ চলমান।মানুষের মাঝে  ফ্রি রক্তদান ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ অসহায়দের সাহায্যর্থে জন্য মূলত এই সংগঠন কাজ করে থাকে। রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন ভারপ্রাপ্ত সভাপতি বলেন,রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন গত একবছরে মানুষের মাঝে ফ্রি রক্তদান অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ,ও রমজান মাসে ইফতার বিতরণ সহ নানা কর্মকান্ড লিপ্ত ছিল,যা ...

কাউনিয়ায় বাদাম বিক্রি করে জীবিকানির্বাহ করছেন অসহায় রানা।

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ - জীবিকার তাগিদে মানুষ বেছে নেয় নানা পেশা, সেটি ছোট কিংবা বড় হোক, যার যেমন সামর্থ তার তেমন কর্ম। এমনই একটি পেশা বেছে নিয়েছেন রংপুর জেলার কাউনিয়া সোনাতন গ্রামের অসহায় রানা মিয়া (৩৫)। তিনি ৮ বছর ধরে বাদাম বিক্রি করছেন। আর এই সামান্য আয় দিয়েই দুই ছেলে কে পড়ালেখা করাচ্ছেন। রানা মিয়া বলছেন, দুই ছেলে কে ঠিক ঠাক পড়া লেখা করাতে পারলে একটু শান্তি পেতাম। সরকারী পূর্নদনার ভীষন প্রয়োজন। মীরবাগ বাজার ও বাসস্টানের পাশে দেখা যায়, গলায় বাদামের ডালা ঝুলিয়ে ৩০/৪০ কিলো পায়ে হেটে হেটে বাদাম বিক্রি করছেন রানা মিয়া। সংসারে তার বাড়তি কোনো আয় নেই, নেই কোনো আবাদি জমি।   প্রতিদিন সকাল হলেই খেয়ে-না খেয়ে বাদামের ডালা গলায় ঝুলিয়ে রংপুর শহরমুখী হন তিনি। ৫ থেকে ৬ কেজি বাদাম তার স্ত্রীসহ নিজেই ভেজে গরম গরম নিয়ে শহরে প্রবেশ করেন। অলিগলি ঘুরে বিক্রি করেন। এতে তার লাভ হয় ২৫০ থেকে ৩০০ টাকা। মীরবাগে তিনি পরিচিত মুখ, তার ভাজা বাদামের স্বাদ সবার মুখে মুখে। একজন ক্রেতা আব্দুল আজিজ। তিনি বলেন, এই অসহায় ভাইয়ের বাদাম আমি প্রতিদিন কিনে খাই। তার বাদাম ভাজাটা ভালো এবং কড়া হয়। ১০০ গ্রামের দাম ৩০ টাকা, বাদ...