পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কাউনিয়ায় তেলিটারী মৎস্য জীবি সমিতির সদস্যদের সঞ্চয় ও লভ্যাংশ আত্মসাৎ করার অভিযোগ

ছবি
আসলাম খান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি ভিতরকুঠি তেলিটারী মৎস্য জীবি সমিতির সদস্যদের সঞ্চয় ও বিল ডাকের লভ্যাংশ সদস্যদের মাঝে বিতরণ না করে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আত্মসাৎ করার অভিযোগ ওঠেছে। সেই সাথে সমিতির কিছু সদস্যকে সরকারী সুবিধা থেকে বঞ্চিত ও মৎস্য সমিতির ঘর একেকবার একেক বিলের কাছে নিয়ে গিয়ে উত্তোলন করে বিল ইজারা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সদস্যরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছে।  অভিযোগ সূত্রে জানাগেছে ভিতরকুঠি তেলিটারী মৎস্য জীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৪২ জন সদস্য রয়েছে। এর মধ্য ২০ থেকে ২৫ জন সদস্য সঞ্চয় ও লভাংশ পেয়ে থাকলেও বাকী সদস্যদের শেয়ার সঞ্চয় ও লভ্যাংশের টাকা এবং সরকারী সুবিধা প্রদান করা হয় না। নানা অজুহাতে খরচ দেখিয়ে এ টাকা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পরিচালনা কমিটির কিছু সদস্য আত্মসাৎ করে আসছে। টেপরীকুড়া বিল ও হোকো ডাঙ্গা বিল ইজারা নিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় এবং সরকারী প্রনোদনা হিসেবে বিল নার্সারী তে পোনা উৎপাদন করে তার আয় করা টাকার হিসাব নিকাশ না দিয়ে ত...